ঢাকা (সকাল ৯:০৬) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলের আদালতে মানহানি মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার রাত ১০:১৩, ২৯ মার্চ, ২০২১

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিন পেয়েছেন।

সোমবার (২৯ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ জামিন আদেশ দেন। এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় দলীয় এক কর্মসূচীর আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলেন, তারা নির্বোধের মতো মারা গেলো; আমাদের মত নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদেরকে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এত বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত ঘরে থাকেন কী করে?

এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর মামলার বাদী নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা আশিক বিল্লাহ ওই বছরের (২০১৫) ২৯ ডিসেম্বর নড়াইলের একটি আদালতে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT