নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল রবিবার সন্ধ্যা ০৭:৩৪, ৭ মার্চ, ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ রবিবার উপজেলা প্রশাসন, নাগরপুর থানা প্রশাসন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীতে নাগরপুর উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ৭ মার্চ রবিবার সকাল ১০ টায় ভাষণ প্রতিযোগীতা, সকাল ১১.৩০ টায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তারিন মশরুর, উপজেলা ভাইস চেয়ারম্যান হূমায়ন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দ।
এছাড়াও নাগরপুর থানায় জাতীয় অনুষ্ঠান প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়। কেক কাটার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী, ওসি তদন্ত বাহলুল খান, নাগরপুর থানার সকল পুলিশ সদস্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশগণ।
নাগরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগেও বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। নাগরপুর উপজেলা আওয়মীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়।এছাড়াও বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীগণ।