ঢাকা (ভোর ৫:০১) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে জাতীয় শোক দিবস পালিত

মো: শাকিল হোসেন শওকত,টাঙ্গাইল মো: শাকিল হোসেন শওকত,টাঙ্গাইল Clock মঙ্গলবার ১২:১০, ১৬ আগস্ট, ২০২২

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ই আগস্ট যদুনাথ সরকারী স্কুল অ্যান্ড কলেজের মাঠে উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমুহের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, মামুদনগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এসময় বক্তরা বলেন, ১৫ই আগস্ট হচ্ছে একটি অভিশপ্ত দিন, এই দিনটি আমাদের জন্য শোকাবহ ও বেদনাদায়ক একটি দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ এ দিনে নিহত হন।

সবশেষে সকলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের পর খাবার বিতরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT