ঢাকা (দুপুর ১:৪১) মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধানক্ষেত নষ্ট করায় পুড়িয়ে মারা হলো বাবুই পাখির ৩৩টি বাচ্চা

জেলা সংবাদ ২২৫৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock রবিবার রাত ০১:৪৭, ১১ এপ্রিল, ২০২১

বাবুই পাখিতে ধান খায় বলে বাঁশের মাথায় খড় পেচিয়ে তাল গাছের মাথায় বাবুই পাখির বাসায় আগুন দিয়ে ৩৩টি ছানা চরম নিষ্টুরভাবে পুড়িয়ে মারা হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

এনিয়ে পাখি প্রেমী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় তুহিন তাওহীদ জানান, জালাল সিকদারের ক্ষেতের ধান খাওয়ায় তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারেন ৩৩টি বাবুই ছানা। নিষ্ঠুর এই ঘৃণ্য কাজ মানুষ করতে পারে, তা ভাবতেই অবাক লাগে। বাবুই পাখির অপরাধ হচ্ছে ‘ক্ষেতের ধান খাওয়া’।এ ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকার পাখিপ্রেমী রিয়াজুলি ইসলাম বলেন, ঝালকাঠি বন বিভাগকে শনিবার লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। এটা যদিও খুলনা বন ও বন্যপ্রাণী বিভাগের আওতায়। আমাদের ঝালকাঠি অফিস হচ্ছে সামাজিক বন বিভাগের। তবুও আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব।

বাবুই পাখির বাসায় আগুন দেয়া জালাল সিকদার বলেন, আমার ক্ষেতের ধান প্রতিদিন পাখিতে খেয়ে ফেলায় আমি আর্থিক লোকসানের দিকে যাচ্ছিলাম। মাথা গরম থাকায় বাসা নষ্ট করেছি। আমি এ জন্য দারুনভাবে অনুতপ্ত।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, বাবুই পাখির বাসায় আগুন দিয়ে ছানা পোড়ানোর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT