ঢাকা (সকাল ১১:৩৫) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় দুই মাদক কারবারি আটক

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শনিবার বিকেল ০৪:০৩, ২ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের কংস সেতুর উত্তরপাশের সড়ক থেকে ০২-০১-২০২১ ইং শনিবার সকালে ৩০লিটার চোলাইমদ সহ রনজিত ঋষি (২৮) ও বাসন্তী হরিজন (৪৫) নামের দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাদের বাড়ি উপজেলার সদর বাজারের গরু হাট্টা এলাকায়।

ধর্মপাশা থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন,ওই দুজন মাদকব্যবসায়ী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছিল।

শনিবার সকালে মাদকব্যবসায়ী রনজিত ও বাসন্তী প্লাস্টিকের পানীয় বোতলের মধ্যে চোলাই মদ ভরে তা রেকসিনের তৈরি ব্যাগে করে পাশের মোহনগঞ্জ বাজার থেকে উপজেলার সদর বাজারে নিয়ে আসছিল। খবর পেয়ে কংস সেতুর উত্তর পাশের সামনের সড়ক থেকে সকাল পৌনে সাতটার দিকে ওই দুজনকে আটক করা হয়।এ সময় তাদের কাছ ৩০লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ওই দিনই দুজন মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT