ঢাকা (বিকাল ৩:৫৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দি বাজারের নৈশপ্রহরীদের ‘ঈদ বেতন’ দিলেন নতুন বাজার কমিটি

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock রবিবার সকাল ১০:৫৪, ১০ জুলাই, ২০২২

ঈদ আসে, ঈদ যায়; কিন্তু সমাজে এমন শ্রেণি পেশার মানুষ আছে যাদের খবর কেউ রাখে না, অথচ সমাজ নিরাপদ রাখতে তাদের নির্ঘুম প্রচেষ্টার কমতি নেই।

বলছি দাউদকান্দি পৌরসভার বাজারের নৈশ প্রহরীদের কথা; তারা অনেকটা আড়ালেই জীবনযাপন করে। দিনভর দোকানিরা যখন ব্যবসা-বাণিজ্য শেষ করে বাড়িতে পৌঁছিয়ে আরামের ঘুম দেয়; তখন নৈশ প্রহরীদের কর্তব্য শুরু হয়। সারারাত জেগে তারা বাজারের প্রতিটি অলিগলি পাহারা দেয় এবং এতে করে চুরি, ছিনতাই ও ডাকাতিরোধে তাদের বলিষ্ঠ ভূমিকা থাকে।

দাউদকান্দি উপজেলা পরিষদের মানবিক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী’র নির্দেশে, শনিবার রাত ৮টায় পৌরসভা বাজারে কর্তব্যরত নৈশপ্রহরীদেরকে প্রথম বেতন বোনাস দিলেন নতুন বাজার কমিটির নেতারা।

ঈদুল আযহা উপলক্ষে বেতন বোনাস পেয়ে নৈশপ্রহরীরা বলেন, আমরা এর আগে নির্দিষ্ট বেতনের বাহিরে কখনো ঈদ পার্বণ উপলক্ষে এমন সহযোগিতা পায়নি। এই প্রথম নতুন বাজার কমিটির কাছ থেকে আমরা ঈদ উপলক্ষে বেতন বোনাস পেয়েছি। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

নৈশ প্রহরীদের বেতন বোনাস প্রদান করার  সময় উপস্থিত ছিলেন-বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক মো.খাজা প্রধান ও দপ্তর সম্পাদক কাউসার হোসেন বাবু।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT