ঢাকা (বিকাল ৪:৪৫) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে ২০ শয্যা হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার সন্ধ্যা ০৬:৪৩, ২০ অক্টোবর, ২০২৫

দাউদকান্দি পৌর সদরে দোনারচর ২০ শয্যা হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালের সামনে এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তারা বলেন, এ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু না থাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এলাকার অনেক লোক মারা গেছে এ ছাড়া দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গর্ভবতী মহিলাদের নিয়ে বিপাকে পড়েছে এলাকাবাসী। আমরা এ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য স্বাস্থ্য উপদেষ্টারের কাছে দাবি জানাচ্ছি।

এ সময় বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার, পৌর জামাতের যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকার, পৌর জাসাসের সভাপতি মোল্লা সোহেল।

আয়োজকের মধ্যে ছিলেন ফয়সাল সরকার, সাইফুল ইসলাম, শরীফ সরকার, আব্দুল হান্নান মোল্লা, রেদওয়ান হোসেন শাকিল, রুপম প্রধান, মিডিয়া পার্টনার ফিনিক্স প্রিন্টার প্রমুখ। এ ব্যাপারে হাসপাতালের দায়িত্বরত ডাক্তার আনোয়ার হোসেন মিয়াজী মিলন জানান, এ হাসপাতালে আর এম ও যোগদান করে ঢাকায় চলে গেছেন। নার্স আছে দুইজন আরো দরকার ইনডোরে আয়া, নার্স কিছুই নেই। এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, এখানে এখানে প্রতিদিন প্রচুর রোগী চিকিৎসা নিচ্ছে তবে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে মন্ত্রণালয় চাহিদা দেয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT