ঢাকা (দুপুর ১২:৫৬) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:০৩, ৭ নভেম্বর, ২০২৪

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণ মিলে এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত করে, যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আঁধার প্রভেদ করে নতুন এক আলোর পথ দেখে।

 

ঐতিহাসিক সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  দাউদকান্দিতে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়েছে।

 

বৃহস্পতিবার( ৭ নভেম্বর) পৌরসভা বিএনপির উদ্যোগে পৌর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।

 

আলোচনাসভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন— কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

এছাড়াও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল হক, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, যুগ্ম সদস্য সচিব কাউসার আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার,যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী,পৌর ছাত্র দল নেতা রাসেল আহম্মেদ।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন— সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর আলী মেম্বার, সদস্য সচিব মহসিন আহম্মেদ, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন প্রধান,

যুবদল নেতা মামুন আহম্মেদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার। উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রানা সরকার, পৌর জাসাসের আহ্বায়ক সোহেল মোল্লা, সদস্য সচিব মুধু সরকার, ছাত্র নেতা শান্ত প্রমুখ।

 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়, র‍্যালীটি পৌরবাজার ও মডেল থানা প্রদক্ষিণ করে পূবালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি থেকে মুক্তি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতা গ্রহণ ও রাষ্ট্রপতি হওয়ার অনুমতি দেয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT