ঢাকা (বিকাল ৩:০৯) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে বঙ্গবন্ধুর খুনির কবর অপসারণ ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock মঙ্গলবার দুপুর ০৩:১৯, ৩১ আগস্ট, ২০২১

উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর নেতৃত্বে দশপাড়ায় সকাল সাড়ে ৯ টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অন্যতম খুনি মোস্তাকের প্রতিকৃতিতে জুতা ও কংকর নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন করা হয়।

মঙ্গলবার(৩১ আগষ্ট) দুপুর ১২টায় বিস্তৃত খোলা মাঠে হাজারো নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে।পরে এই বিক্ষোভ সমাবেশে উপজেলা আ.লীগসহ এর সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

খুনি মোস্তাকের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তকরন ও তার কবর অপসারণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী,পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,ভাইস-চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,উপজেলা আ.লীগ এর সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম।

অন্যান্যদের মধ্য বক্তব্য দেন-মেঘনা উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান (মহিলা) হালিমা বেগম, গোয়ালমারি ইউপি চেয়ারম্যান নুরে আলম ভূঁইয়া,পদুয়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন,পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান জামাল চৌধুরী,দৌলতপুর ইউপি চেয়ারম্যান মঈন চৌধুরী,সুন্দলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, মেঘনা উপজেলা যুবলীগ এর সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মজি,উত্তর জেলা শ্রমিকলীগ এর সভাপতি রকিবউদ্দিন রকিব,উপজেলা যুবলীগ এর আহ্বায়ক আনোয়ার হোসেন,যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ,মেঘনা উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক আমানউল্লাহ আমান, উপজেলা মহিলা আ.লীগ এর সভাপতি জেবুন্নেসা,সাধারণ সম্পাদক লায়লা হাসান,গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান সরকার, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মো.সোহেল রানা,সাধারণ সম্পাদক ওলিউল্লাহ ফকির,পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী জামান সরকার,বারোপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন মুন্সী ও যুবলীগ নেতা মুরাদ চৌধরী সুমন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT