ঢাকা (সকাল ৭:৫১) রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে ‘ফেস দ্যা পিপল’এর সম্পাদক সাইফুর সাগরকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শনিবার দুপুর ০২:৫৮, ১০ মে, ২০২৫

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হয়েও দেশের জন্য মন কাঁদে তার। মানুষের উপকারে কেঁদে ওঠে যার প্রাণ। হাজার হাজার মাইল দূর থেকেও দেশের বিভিন্ন দুর্যোগ, ক্লান্তিলগ্নে হাত বাড়িয়ে দেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। দৃঢ়চেতা মানুষ। অনলাইন প্রযুক্তি নির্ভরশীল অন্তর্জাল দুনিয়ার ফেসবুক ওয়ালে দেশের জাঁদরেল রাজনৈতিকদের সঙ্গে টকশো করে রাজপথ ও প্রান্তিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের দূরত্ব কমাতে যিনি অগ্রণী ভূমিকা রাখেন। গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে হয়ে ওঠেছিলেন গণমানুষের আস্থার ঠিকানা, সূদুর নীহারিকা প্রভেদ্য দূর থেকে মানুষকে উজ্জীবিত করেছেন। বুকের ভিতর দ্রোহ- বিদ্রোহ ও প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। যিনি স্বপ্ন দেখেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ হোক আমাদের এই দেশটা , বৈষম্যহীন বাংলাদেশ হোক আমাদের এই দেশটা।

বলছি, কুমিল্লা জেলা তথা লালমাইয়ের কৃতি সন্তান’ ফেস দ্যা পিপলের সম্পাদক’ সাইফুর রহমান সাগরের কথা।

 

 

দেশের জন্য, দেশের মানুষের জন্য এক অসীম সাহসীপূর্ণ ভূমিকা রাখায় সাংবাদিক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাইফুর রহমান সাগরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (৯) দুপুরে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌরসভার তাসফিন সিএনজি স্টেশনের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর পরিবেশে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

 

এর আগে আল-আমিন স্মৃতি পরিষদের সৌজন্যে এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সমাজকর্মী ও সাংবাদিক তৌফিক রুবেলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সমসাময়িক বিষয়ের ওপর এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন— ফেস দ্যা পিপলের সম্পাদক ও জনপ্রিয় টকশো উপস্থাপক সাংবাদিক সাইফুর রহমান সাগর।

 

এতে আরও বক্তব্য রাখেন— কবি ও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার। মানবিক সংগঠন ‘সৃজন’ এর সাধারণ সম্পাদক মেহেদী রনি, মুফতি ওমর বিন আশরাফ, রোমান মিয়াজি, ইঞ্জিনিয়ার আবু সাইদ জান, লোকমান হোসেন, ফিনিক্সে প্রিন্টার্সের সত্ত্বাধিকারী নবীর আদহাম।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বৃহত্তর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ রুবেল, সাংবাদিক সাহাবউদ্দিন আহম্মেদ, কামরুল হাসান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT