দাউদকান্দিতে ড. মোশাররফের সুস্থতা কামনায় দোয়া
হোসাইন মোহাম্মদ দিদার সোমবার সন্ধ্যা ০৬:৫২, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের আশু রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল, দোয়ার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডের আইডিয়াল স্কুলে এ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপিসহ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন— কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান,
দাউকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া,
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক,বিএনপি নেতা সাইফুল আলম ভূঁইয়া,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার,ভিপি শাহাবুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, বোরহানউদ্দিন ভূঁইয়া,
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, পৌর মহিলা দলের সভাপতি আইরিন সরকার। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল হোসেন মোল্লা, বাবুল মোল্লা।
এছাড়াও সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতাল থেকে ভার্চুয়াললি বক্তব্য দেন— কেন্দ্রীয় বিএনপির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
উল্লেখ্য, বিএনপির এই প্রভাবশালী নেতা অসুস্থ হয়ে বর্তমানে দ্বিতীয় দফায় চিকিৎসা নিতে সিঙ্গাপুর অবস্থান করছেন। এর আগেও তিনি প্রথম দফায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে আসলে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে গতমাসের জানুয়ারির ২১ তারিখ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। বর্তমান তাঁর শারীরিক অবস্থা উন্নতের দিকে।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— ৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন,বিএনপি নেতা খন্দকার হুমায়ুন, পৌর শ্রমিক দলের সভাপতি হোসেন মিয়া,ছাত্রদল নেতা রানা সরকার প্রমুখ।সভায় দোয়া পরিচালনা করেন— মাওলানা আবুল হোসেন ফারুকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।