ঢাকা (বিকাল ৫:০৪) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই আহত!পরে হাসপাতালে মৃত্যু

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock শনিবার রাত ১১:৫৪, ১ মে, ২০২১

চা পাতা নিয়ে ঝগড়া। এক পর্যায়ে বড় ভাইয়ের কাঠের আঘাতে গুরুতর আহত হন ছোট ভাই। এরপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছোট ভাইয়ের।

জানা যায়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় চাচাতো ভাইয়ের হামলায় আহত আব্দুল হাছিব (৪৮) মারা গেছেন। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল হাছিব উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চোয়ারকান্দি গ্রামের মৃত জাহির উদ্দিনের ছেলে। আব্দুল হাছিবের মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত জব্বার মিয়া। খবর পেয়ে ওই দিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চোয়ারকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল হাছিবের স্ত্রীর কাছ থেকে চাচাতো ভাই জব্বার মিয়ার স্ত্রী রুবি বেগম চা-পাতা ধার নেন। বৃহস্পতিবার বিকেলে আব্দুল হাছিবের মেয়ে ফাতিমা বেগম চাচি রুবি বেগমের কাছে পাওনা চা-পাতা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে আব্দুল হাছিবের সঙ্গে চাচাতো ভাই জব্বার মিয়ার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জব্বার মিয়া কাঠের টুকরো দিয়ে হাছিবের মাথায় সজোরে আঘাত করেন। এতে হাছিবের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা হাছিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

এ ব্যাপারে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT