ঢাকা (সকাল ৮:২২) শুক্রবার, ৩রা মে, ২০২৪ ইং

তিতাস-দাউদকান্দি হবে উন্নয়নের রোল মডেল: নাঈম হাসান



এ কথা বলেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান।

 

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমার প্রথম লক্ষ হবে

এই দুই উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে একটি শান্তির জনপদ তৈরি করবো।

মানুষের যে ভালোবাসা আমি ও আমার পরিবার অতীতে পেয়েছে এজন্য আমি আপনাদের কাছে চিরঋণী। আমার শেষ নিঃস্বাস অবধি যেন আমি আপনাদের পাশে থাকতে পারি।

 

সাংসদ প্রার্থী ব্যারিস্টার নাঈম বলেন, আপনারা আমার অক্সিজেন। আপনারা ভালো থাকলেই আমিও ভালো থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমাদের দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন,এই উন্নয়নের ধারাবাহিকতায় আপনারা আপনাদের পছন্দের

প্রার্থীকে ভোট দিন। তবে আমার বিশ্বাস আপনারা আমাকে ঈগল প্রতীকে ভোট দিবেন।

আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পছন্দের দুই জনপ্রিয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ভাই ও পারভেজ হোসেন সরকার ভাইকে সঙ্গে নিয়ে এই দুটি উপজেলাকে এমনভাবে গড়ে তোলা হবে যেন সারাদেশের রোল মডেল হয় আমাদের এই দুই উপজেলা।

 

বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) বিকালে তিতাস উপজেলার সরকার সাহেব আলী উচ্চ বিদ্যালয় মাঠের পথসভায় তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে

 

এতে আরও বক্তব্য দেন— দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার,জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু, তিতাস উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা আক্তার,

বলরমাপুর ইউপি চেয়ারম্যান নুরুন্নবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক,

সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন সরকার।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন—যুবলীগ নেতা রাশেদ ফরাজী।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT