ঢাকা (বিকাল ৩:৫৮) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি: খান সোহেল

বিএনপি ২৮৩ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার সকাল ০৯:০১, ২৬ অক্টোবর, ২০২৫

জাতীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল বলেছেন, তারেক রহমান হলো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি।

 

শনিবার(২৫ অক্টোবর) রাত ৯টায় শহীদ রিফাত শিশু পার্ক সংলগ্ন এলাকায় বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত দুই পর্বের সাক্ষাতকারটি দাউদকান্দি বিএনপির নেতা-কর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে প্রদর্শনী’

‘গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন’। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

 

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতে আমরা একটি যোগ্য নেতৃত্ব হারিয়ে নেতৃত্বশূন্য ছিলাম। আল্লাহ তারেক রহমানকে দিয়ে আমাদের সেই দীর্ঘদিনের শূন্যতা দূর করে দিয়েছেন। বিবিসি বাংলায় ওনার দীর্ঘ সাক্ষাতকার তারই প্রমাণ। আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি নভেম্বরে এদেশে আসবেন। তার আগমনে এদেশে আরেকটি ইতিহাস রচনা হবে।

 

খান সোহেল বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান বলেছেন,অনেক সময়ই বাবার মতো সন্তান হয় না। যেমন গ্যালিওয়র ছেলে গ্যলিলিওর মতো হয়নি, আইনস্টাইনের ছেলে আইনস্টাইনের মতো হয়নি। তবে আমাদের পরম সৌভাগ্য যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতে আদর্শিক নেতা হয়েছেন তারেক রহমান।

 

এর আগে ভার্চুয়ালি এক ভিডিও বক্তব্য রাখেন, জাতীয় বিএনপির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া এসভায় বক্তব্য রাখেন জাতীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার,কামাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সুমন ও সালাউদ্দিন সরকার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT