ঠাকুরগাঁও এ ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ রাজপথে ছাত্রলীগের মশাল মিছিল
সেলিম রেজা,ঠাকুরগাঁও রবিবার রাত ১০:২২, ৬ ডিসেম্বর, ২০২০
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল করেছে ছাত্রলীগ।
রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের চৌরাস্তায় মোড়ের দলীয় কার্যালয় থেকে মশাল মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং চৌরাস্তায় মোড়ে এসে শেষ হয়।
মিছিলে ছাত্রলীগের জেলা, পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসের রনি ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও একাত্তরের পরাজিত শক্ররা ধর্মান্ধ গোষ্ঠীদের সংগঠিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাংচুর করছে। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ওই পরাজিত শত্রুদের বিষ দাঁত ভেঙে দেওয়ার দাবি জানান।