ঠাকুরগাঁওয়ে একটি ছাগলের বাচ্চার ৮টি পা, ৩টি কান,১টি মাথা

মেঘনা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার রাত ০৯:৩৩, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও মাদারগঞ্জ কাকডোব বিএম কলেজের পাশে কোন পাড়া গ্রামে একটি ছাগলের বাচ্চার ৮ টি পা, এবং ৩টি কান, ১টি মাথা বৈশিষ্ট্য জন্ম হয়েছে এবং সাথে আরো একটি বাচ্চা হয়েছে।

জন্ম হওয়ার ২০ মিনিট পর সেই ৮পা ওয়ালা ছাগলের বাচ্চা টি মারা যায় এবং অবশিষ্ট একটি বাচ্চা এখনো জীবিত আছে এবং ছাগলটি সুস্থ আছে। সেই ছাগলের বাচ্চাটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায় মোঝারুলের বাড়িতে।