ঢাকা (রাত ৯:৫৮) বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু’র রোগমুক্তি কামনায় দোয়া

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১০:৪৯, ১৬ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শরীফ হাসান অণুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ শনিবার (১৬জানুয়ারি) বঙ্গবন্ধু চত্বরে এ দোয়া-মাহফিলের আয়োজন করে। শরীফ হাসান অণু ‘কোভিড -১৯’ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে হোম কোরেন্টাইনে আছেন।

শরীফ হাসান অণুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আঃ মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, আ’লীগ নেতা নূর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল হক হীরা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা দোয়া-মাহফিলে তাঁর আশু রোগমুক্তি কামনা করেন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া তাঁর আশুরোগ মুক্তি কামনায় গৌরীপুর উপজেলা তাঁতী লীগের যুগ-আহবায়ক অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন জিয়ার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মসজিদে ১৫ জানুয়ারী বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকল পর্যায়ের মুসুল্লী ও দলীয় নেতা-কর্মী সমর্থক এ দোয়া-মাহফিলে অংশগ্রহন করে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শরীফ হাসান অণুর গৌরীপুরস্থ ব্যক্তিগত কার্যালয়েও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT