ঢাকা (ভোর ৫:০৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জামাত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় দুই মামলা, গ্রেফতার আতঙ্কে ঘরবাড়ি ছাড়া নেতাকর্মীরা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৪৭, ১ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনের নাশকতা ও ভাংচুরের দায়ে বিএনপি ও জামাত-শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে দাউদকান্দি মডেল থানায়। এরমধ্যে বিএনপির এজাহারনামীয় ২৯ নেতাকর্মীকে আসামিসহ অজ্ঞাত আরও ২০০/৩০০ আসামি করা হয়েছে। অপরদিকে জামাত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধেও ৭ জনসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এপর্যন্ত প্রায় ১৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন উপ-পরিদর্শক(এসআই) এনামুল হক।

পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম জানান,” আমরা ছাত্র আন্দোলনের সময় আমাদের বিএনপিরসহ কোনো সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাসাবাড়িতে অবস্থান করেছিল। তবুও আমরা মামলায় আসামি হয়েছি, আমাদের হাজার হাজার নেতাকর্মী এখন গ্রেফতার আতঙ্কে ঘরবাড়ি ছাড়া ।”

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম জানান, ” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে দেশবিরোধী চক্রান্তে যারা জড়িত ছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। কাউকে হয়রানি করা হচ্ছে না। এই মামলায় কোনো সাধারণ শিক্ষার্থীদেরও আসামি করা হয়নি।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT