জলমহাল হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজন গ্রেফতার-সব মিলে ৮ জন
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) রবিবার সন্ধ্যা ০৭:৫৭, ১৭ জানুয়ারী, ২০২১
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালে শ্যামাচরণ বর্মণ(৬৫) নামের এক জেলেকে গলা কেটে হত্যা, অগ্নিসংযোগ,হামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার মাটিকাটা গ্রামের সামনের সড়ক থেকে শরীফ মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে। জলমহালটি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনদের হামলায় গত ৭জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার সুনই জলমহালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গত ৭জানুয়ারি রাতে সুনই জলমহালে এক জেলেকে হত্যা, অগ্নি সংযোগ ও হামলা ও মাধররে আহত করার ঘটনায় গত ১০জানুয়ারি থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৬০-৬৫জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফ মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে।