ঢাকা (রাত ৯:৪৩) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ছাগলকে পিটিয়ে জখম করার প্রতিবাদ করায় যুবককে হত্যা চেষ্টার অভিযোগ

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock শনিবার দুপুর ০১:৫৭, ২৬ ডিসেম্বর, ২০২০

মাদারীপুরের শিবচরের চরশ্যামাইলে যুবক জাকির মুন্সীর ছাগল রশিদ মুন্সীর আলু ক্ষেতে যাওয়ায় যুবককে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে জমির মালিক রশিদ মুন্সীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঔ যুবককে।

এ ঘটনায় আহতের পরিবার শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পাল্টা অভিযোগ দায়ের করেন অভিযুক্ত রশিদ মুন্সীও।

আহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত রশিদ মুন্সী অত্যন্ত বেপরোয়া ও বদমেজাজি। এলাকার সকলের সাথে বিভিন্ন সময় তুচ্ছ ব্যাপার নিয়ে মারামারি হাঙ্গামা করে, জোর করে জমি দখলেরও অভিযোগ অনেক,, অভিযুক্ত রশিদ মুন্সীর তিন ছেলে ইউরোপে থাকায় সে টাকার দাপট দেখিয়ে এলাকা সবার শাথে জোর খাটায়। গায়ের জোরে একটি স্কুলের জমি দখল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত ২১ ডিসেম্বর বিকেলে জাকির মুন্সীর একটি ছাগল আলু ক্ষেতে যাওয়ায় ছাগলটিকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে রশিদ মুন্সী। এর প্রতিবাদ করলে জাকির মুন্সীর উপর ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে জাকির মুন্সীর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়,এর পরে বুকে, পিঠে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে ফেলে রশিদ মুন্সীর হাতে থাকা বাঁশের সুচালো অংশ দিয়ে গলায় ঘা দেয়। এতে গুরুতর জখম হয়ে,জাকিরের ডাক চিৎকারে এলেকার বাসি এসে জাকির মুন্সী কে অচেতন অবস্থায় দেখে। পরে পরিবার ও এলাকা বাসি জাকিরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান,এ ঘটনায় জাকিরের পরিবার শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। এছাড়া অভিযুক্ত রশিদ মুন্সীও একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনা সূত্র থেকে পাওয়া যায় রশিদ মুন্সী একজন অসৎ লোক,তার প্রতি এলাকাবাসি অতিষ্ট, রশিদ মুন্সীর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার সাথে বিরোধ তৈরি করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT