ঢাকা (রাত ৩:২৮) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীর ওপর হামলার ঘটনায় মামলা, আটক-১

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার সন্ধ্যা ০৬:২৮, ৬ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের বাসিন্দা ও আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সুমন চন্দ্র সরকার (৩৪) এবং তাঁর এক সমর্থক ঝুটন দাসের (৩৩) ওপর হামলা ঘটায় ধর্মপাশা থানায় মামলা হয়েছে।

এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে আহত ঝুটন দাসের আপন চাচাতো ভাই টুটন দাস (৩২) বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের বাসিন্দা, যুবলীগ কর্মী সুমন চন্দ্র সরকার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

গত সোমবার বিকেল পাঁচটার দিকে মনোনয়ন প্রত্যাশী সুমন চন্দ্র সরকারকে নিয়ে তাঁর সমর্থক ঝুটন দাসসহ চারজন সুখাইড় ঈমানপুর গ্রামে গণসংযোগে যান। গণসংযোগ শেষে ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা চা খেতে স্থানীয় সুখাইড় মধ্যবাজারে এলে ঝুটন দাসের ওপর অতর্কিতভাবে কয়েকজন মিলে সমর্থক ঝুটন দাসকে কিল, ঘুষি ও লাথি মারতে শুরু করে।

এতে বাঁধা দিলে মনোনয়ন প্রত্যাশী সুমন চন্দ্র সরকারকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় ওইদিনই আহত দুজনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার সুখাইড় বাজারে অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন মিয়া (৩৮)কে আটক করেন।

এ নিয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে থানায় এসে লিখিত অভিযোগ করেন আহত ঝুটন দাসের আপন চাচাতো ভাই টুটন দাস (৩২)। অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করে আটক থাকা সাবেক ইউপি সসদস্যকে এই মামলায় আটক দেখানো হয়। হামলায় আহত দুজন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বলেন, হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT