ঢাকা (বিকাল ৪:১৩) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার দুপুর ০২:৪৮, ১১ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি। আর এই আনন্দে আনন্দিত হয়ে বাংলাদেশর স্বপ্নদ্রষ্টা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

অনুমোদিত কমিটিতে চাঁপাইনবাবগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মো.মইনুদ্দীন মন্ডলকে সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদও আসনের সাবেক সাংসদ মোহা. আব্দুল ওদুদ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন সেতুমন্ত্রী ও দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ জনকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে।

নতুন অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনের সাবেক সাংসদ মো. জিয়াউর রহমান জিয়া, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন রেজা, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মো. আব্দুল খালেক, এ্যাডভোকেট আবু নজর হোসেন খান ব্রিটিশ, মো. আমিনুল ইসলাম, এ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, মো. মর্তুজা আলী, এ্যাডভোকেট আফসার আলী এবং ডা. মো. গোলাম রাব্বানী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাংসদ ডা.মো. সামিল উদ্দীন আহমেদ শিমুল, অধ্যাপক শরিফুল আলম এবং এ্যাডভোকেট মো.মিজানুর রহমান।সাংগঠনিক সম্পাদক হয়েছেন, মো. তাজিবুর রহমান, মো. পারভেজ হাসান বাবু এবং মেসবাহুল সাকের জ্যোতি।

এছাড়াও অনুমোদিত কমিটিতে রয়েছেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জবদুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান নূহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জিয়াউর রহমান আরমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম নাসের রবি, দপ্তর সম্পাদক মো. আরিফুর রেজা ইমন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. আশরাফুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত নুর ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাই, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সাহাব উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক হোসনে আরা পাখি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আজিমুল আহসান রিমন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক মো.হাবিবুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সামসুদ্দিন আহমেদ বাবলু, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. মাসিদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো.দুরুল হুদা এবং কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. এরফান আলী।

এদিকে কমিটির সদস্য পদ লাভ করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাবেক সাংসদ ব্রিগেডিয়ার (অব.) মো.এনামুল হক, সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সাংসদ মোসা. ফেরদৌসি ইসলাম জেসি, ইঞ্জিনিয়ার মো. মাহাতাব উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মো. সামিউল হক লিটন, আমানুল্লাহ বাবু বিশ্বাস, সাংবাদিক এমরান ফারুক মাসুম, সাংবাদিক শহীদুল হুদা অলক ও ফাইজার রহমান কনকসহ ৩৫ জন।

উল্লেখ্য, চলতি বছর ৫ ফেব্রুয়ারি বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পক্ষে সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মো. মইনুদ্দীন মন্ডলকে সভাপতি এবং মোহা.আব্দুল ওদুদ বিশ্বাসকে সাধারণ সম্পাদক মনোনিত করে নাম ঘোষণা করেছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT