ঢাকা (রাত ২:০০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে মেয়র প্রার্থী আব্দুল হাকিমের সমর্থনে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০৩:১৪, ১৪ ডিসেম্বর, ২০২০

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জেলা পরিষদ সদস্য জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিমের সমর্থনে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৩টায় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানেই পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রবাসী কল্যান সমিতির সভাপতি জসিম মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, জেলা অটোরিক্সা চালক ও মালিক সমিতির সভাপতি মেসবাহুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম শরিফ ও আব্দুল মালেকসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের মহিলা ও পুরুষ নেতাকর্মীরা।

এ সময় বক্তব্যে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তরিত করতে আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিম জনগণের কাছে অঙ্গীকারবন্ধ। পৌর মানুষের মৌলিক যে চাহিদা আছে তা পূর্ন করতে আব্দুল হাকিম কাজ করবেন বলেও জানান বক্তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT