ঢাকা (ভোর ৫:৪৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি, চেম্বারের বাধা

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি, চেম্বারের বাধা

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বৃহস্পতিবার রাত ১১:১২, ১৫ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি। আর এটিকে অবৈধ বাণিজ্য মেলা উল্লেখ করে বন্ধের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। তবে এটিকে বাণিজ্যমেলা নয়, নারী উদ্যোক্তা ক্ষুদ্র ও কুটির শিল্প ঈদ বাজার বলছেন এর আয়োজক।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের উত্তর-পশ্চিম কর্ণারে মেলার নামে চলছে স্টল নির্মাণ। এছাড়া বিনোদনের জন্য বিভিন্ন রাইড স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া মেলায় প্রবেশের জন্য ভেঙে ফেলা হয়েছে কলেজের উত্তর দিকের বাউন্ডারি ওয়াল। সেখানে মেলায় প্রবেশের জন্য নির্মাণ করা হয়েছে সুদৃশ্য মূল ফটক। কিন্তু এসবে প্রশাসনের নেই কোনো অনুমতি। মেলার ব্যাপারে স্থানীয় প্রশাসন কিছুই জানে না। অথচ মেলা চালাতে হলে নিয়ম অনুযায়ী স্থানীয় চেম্বার অব কমার্সের মতামত ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসকের অনুমতি লাগবে।

এ বিষয়ে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মেলার পরিপত্র মোতাবেক চেম্বার অব কমার্সের সুপারিশ ছাড়া বাণিজ্য মেলা করার কোন সুযোগ নেই। কিন্তু তারপরেও নবাবগঞ্জ সরকারি কলেজ এরিয়ার মধ্যে কে বা কারা অনুমতি ছাড়াই বাণিজ্য মেলা করার জন্য দোকান ও মাঠ তৈরি করেছে। আর তাই অবৈধ বাণিজ্য মেলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে ।

এ বিষয়ে মেলার আয়োজক নারী উদ্যোক্তা সুলতানা খাতুন বলেন, আসন্ন ঈদ উপলক্ষে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার জন্য নারী উদ্যোক্তা ক্ষুদ্র ও কুটির শিল্প ঈদ বাজার আয়োজন করা হচ্ছে। এতে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাসের সুপারিশ আছে। কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছেন। জেলা প্রশাসকের কাছে মেলার অনুমতির জন্য আবেদন করা হয়েছে। সব নিয়ম মেনে তবেই জেলার ঐতিহ্যবাহী পণ্য কাঁসা-পিতল, নকশি কাঁথা, আমের আচার, হস্ত ও কুটির শিল্প পণ্য বিক্রিসহ শিশু-কিশোরদের বিনোদনের জন্য মেলার আয়োজন করেছি।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শঙ্কর কুমার কুণ্ডু বলেন, স্থানীয় সংসদ সদস্যের সুপারিশের প্রেক্ষিতে কলেজ মাঠের উত্তর-পশ্চিম কর্ণারে মেলার অনুমতি দেয়া হয়েছে। তবে প্রশাসনের অনুমতি আছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, মেলার অনুমতি নেবেন আয়োজকরা। তারা অনুমতি নিয়েছেন কি-না আমার জানা নেই। আর অনুমতি ছাড়া স্টল নির্মাণ কাজ শুরু করে থাকলে ঠিক করেননি আয়োজকরা।

তবে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে কোনো মেলার প্রস্তুতি চলছে কি না আমার জানা নেই। কারা করছে আমি তাও জানি না। আমাদের কাছ থেকে কেউ কোনো অনুমতি নেয়নি। তবে একটা আবেদন আমরা পেয়েছি। নিয়ম অনুযায়ী সেটি পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স পেলে তবেই অনুমতির বিষয়টি আসবে। আর তারপরই স্টল নির্মাণসহ মেলা চলতে পারে। যেহেতু এটি কলেজের ভিতরে হচ্ছে এ বিষয়ে প্রিন্সিপাল ভালো বলতে পারবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT