ঢাকা (রাত ১১:৪১) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার ১২:০৬, ২৪ ডিসেম্বর, ২০২০

সুশাসন ও আইনের শাসন নিশ্চিতকরণের দাবীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় শহরের নিমতলা মোড়স্থ জেলা জাসদের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্লাব সুপার মার্কেটের সামনে এক পথ সভায় মিলিত হয়।

এ সময় র‌্যালি পরবর্তী পথ সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জাতীয় শ্রমিক জোটের জেলা শাখার আহবায়ক শাহ জামান, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল মজিদ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তসিকুল ইসলাম তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির প্রমুখ।

পথ সভায় বক্তারা রাজনৈতিক মোল্লা-ধর্মব্যবসায়ী ও ফতোয়াবাজদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে সংবিধান-ইতিহাস-ঐতিহ্য ও ভাস্কর্য বিরোধী রাষ্ট্রদ্রোহীদের আইনের আওতায় আনার জোড় দাবী জানান।

এ সময় জেলা জাসদ, জাসদ ছাত্রলীগ ও জাসদ যুব জোটের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT