ঢাকা (সকাল ৯:৩৮) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের মতবিনিময় ও লিফলেট বিতরণ

‘বিএনপির কেউ চাঁদাবাজি করলেই খবর দিবেন’ চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার সকাল ১১:৩৪, ২ নভেম্বর, ২০২৪

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই আপনাদের কাছে এসেছি। বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপির নাম করে কেউ এলাকায় চাঁদাবাজি, জমি দখল, অন্যায়-জুলুম করলে তার তথ্য সংগ্রহ করতেই আমাদেরকে পাঠানো হয়েছে। নির্ভয়ে এসব তথ্য আমাদেরকে দিতে পারেন। প্রকাশ্যে বলতে ভয় পেলে, গোপনে জানান। আমরা এসব অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিব”।

চায়ের দোকানে বসে ও মোড়ে মোড়ে ঘুরে জনসাধারণের উদ্দেশ্যে এসব বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল আহমেদ।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যুবদলের নেতৃকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিশ্বরোড় মোড়, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা এবং গোমস্তাপুর উপজেলা ঘুরে ঘুরে জনতার মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণকালে এই মতবিনিময় করেন। এ সময় দেশ সংস্কার করে সুখী সমৃদ্ধ উন্নত দেশ গঠনে বিভিন্ন মতামত ও অভিযোগ শুনেন তারা।

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, আগামীতে দেশ গঠনে প্রান্তিক জনগোষ্ঠীর মতামত, অভিযোগ, সমস্যা, সংকট শুনতেই জেলা পর্যায়ে এমন উদ্দ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনে ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে তার ধারণা দেয়া হচ্ছে।

 

রেজাউল করিম পল ও কামরুজ্জামান জুয়েল আহমেদ আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফায় পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার কথা উল্লেখ করা হয়েছে। বিগত দিনে আমরা দেখেছি এই সংস্করণ না থাকায় আজীবন ক্ষমতায় থাকার নেশায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। এই দফাটি বাস্তবায়ন হলে এমন ক্ষমতালোভী হয়ে এসব হত্যাকান্ড করতে পারতেন না। ৩১ দফায় ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা দেয়া হয়েছে। এছাড়াও একটি সুখী সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনের সকল উপাদান রয়েছে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায়।

 

লিফলেট বিতরণের সময় অন্যান্যেও মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুস সালামসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT