ঢাকা (রাত ২:৫৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় যুব দলের নির্বাহী কমিটির সমন্বয় সভায় পুলিশের বাধা

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ১১:৩০, ১১ জানুয়ারী, ২০২২

আগামী ১৭ জানুয়ারি সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পুর্ব ঘোষিত জেলা সমাবেশকে কেন্দ্র করে জেলা যুব দলের সাথে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সমন্বয় সভা পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টায় শহরের বিশ্বরোড মোড় শাহীবাগে মিনিবাস মালিক গ্রুপ সমিতির পিছনে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব দলের সভাপতি তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সমন্বয় সভা  চলাকলীন পুলিশ এসে বাধা দেয় এবং সভার ব্যানার খুলে নেয়।

এ বিষয়ে সেখানে উপস্থিত সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিন্টু রহমান জানান, পুলিশের পুর্ব অনুমতি না থাকায় সভা করতে দেয়া হয়নি। তাছাড়া গত রাতেই কেন্দ্রীয় বিএনপি জেলা সমাবেশ স্থগিত করেছে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফের কাছে জানতে চাওয়া হলে পরে কথা বলবেন বলে তিনিসহ অন্যরা দ্রুত গাড়িতে উঠে সভাস্থল ত্যাগ করে চলে যান।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি গোলাম রাব্বানী, সহ সম্পাদক রফিকুল ইসলাম রতন, ওবায়দুর রহমান সুইট, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক ও মোজাম্মেল জার্মানী সহ স্থানীয় যুবদলের ৩০/৩৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT