ঢাকা (রাত ১:০৯) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ইবিএইউ’র জাতীয় কৃষি দিবস পালন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার দুপুর ০৩:৪১, ১৭ নভেম্বর, ২০২০

“কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় কৃষি দিবস-২০২০ পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে এই তথ্য জানানো হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার বিকাল ৪টায় জুম ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনাসভার আয়োজন করে ইবিএইউ কর্তৃপক্ষ। এ সময় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম রাশেদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদাণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত বাংলাদেশ ও পুষ্টি নিরাপত্তা অর্জণ, বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগসহ বহুবিধ সমস্যা মোকাবেলা করে কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জনের কথা তুলে ধরে বলেন, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত সোনার বাংলাদেশে বঙ্গবন্ধ্ইু প্রথম কৃষকদের সকল ঋণ মওকুফ করে তাদের যথাযথ মর্যাদা প্রদান করেছিলেন এবং কৃষিবিদদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণি থেকে উন্নীত করে প্রথম শ্রেণি করেছিলেন। আর তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করার জন্য যে আপ্রাণ চেষ্টা করছেন তাতে সকলকে স্বত:স্ফুর্ত অংশগ্রহণের আহবান জানান তিনি।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের মত কৃষি প্রধান অঞ্চলে একটি গবেষণামূলক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চেয়ারম্যান ও ব্যাংকের এমডিসহ বিওটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে তিনি কৃষি প্রধান বাংলাদেশে কৃষি ও কৃষকের মঙ্গল কামনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কৃষকের দৌড় গোড়ায় যাওয়ার জন্য উদাত্ত আহবান জানান।

এ সময় জুম ভার্চুয়াল প্লাটফর্ম আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (অ.দা) ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহরিয়ার কবীর, পরিচালক (পিএন্ড ডি) মো. মকবুল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসান, কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফুল আরিফ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার মেহেদী হাসান সোহেল, জনসংযোগ বিভাগের পরিচালক ড. মো. সোহেল আল বেরুনীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, মৎস বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার ড. সাহেব আলী প্রামানিক। আলোচনা শেষে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডীন ও রেজিস্ট্রার (অ.দা) ড. মো. দেলোয়ার হোসেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT