ঢাকা (রাত ৯:৩১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চরফ্যাশনে ২৫০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারঃদুইদিনের রিমান্ড মঞ্জুর

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ১০:৪১, ২৯ জানুয়ারী, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলায় ২৫০ পিচ ইয়াবাসহ মো. আহসান হাবিব ঈশান (২৪) ও মো. মিরাজ (২২) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টার দিকে চরফ্যাশন পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আহসান হাবিব ঈশান চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়ার্ডের আঃ রব দুলাল মিয়াঁঁজীর ছেলে ও মো. মিরাজ চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়ার্ডের মৃত শফিকুল ইসলামের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)(নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে, ভোলা জেলার চরফ্যাশন থানার পৌর ৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. মো. আহসান হাবিব ঈশান ও মো. মিরাজ নামে দুই যুবককে ২৫০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হযেছে। মামলা তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড চাইলে, আদালত তাদের দু’জনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT