ঘাটে আসা যাত্রীদের ভোগান্তির শেষ নেই
মীর এম ইমরান,মাদারীপুর রবিবার দুপুর ০২:০১, ১ আগস্ট, ২০২১
মাদারীপুরের শিবচরে বাংলাবাজার( ইলিয়াস আহমেদ চৌধুরী)- শিমুলিয়া নৌরুটে নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগেই লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে লঞ্চ মালিক সমিতি। লঞ্চ চলাচল বন্ধ করায় দূর্ভোগে পরেছে যাত্রীরা।
লঞ্চে না যেতে পেরে ফেরিতে গাদাগাদি করে পারাপার হতে হচ্ছে যাত্রীদের।
এদিকে দক্ষিন- পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মোটর সাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে চরে ঘাটে এসে দূর্ভোগে পরেছে যাত্রীরা।
ঘাটের ৪টি পল্টুনে হাজার হাজার যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে। সরকার ঘোষণা নির্ধারিত সময়ের আগেই লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দূর্ভোগে পড়তে হয়েছে। তবে দুই ঘন্টা পর সাড়ে বারোটা থেকে লঞ্চ চলাচল শুরু হয় সারা দিনের জন্য।
লঞ্চ মালিকদের অভিযোগ, সীমিতসংখ্যক যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে গেলেই অতিরিক্ত যাত্রী বহনের অজুহাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করছে ৫- ৭ হাজার টাকা। তাই অল্প সময়ের জন্য লঞ্চ চলাচল করে জরিমানা গুনতে চাইনা এ জন্য লঞ্চ বন্ধ করে দিয়েছি আমরা। এই মহামারী সময়ে দুর্যোগময় অবস্থায় আছি তারপরও যদি জরিমানা গুনতে হয় তবে লঞ্চ বন্ধ রাখাই ভালো।
ঢাকার উদ্দ্যেশে আসা দক্ষিন- পশ্চিমাঞ্চলে ১৯টি জেলার হাজার হাজার যাত্রী বাংলাবাজার( ইলিয়াস আহমেদ চৌধুরী) ফেরিঘাটে অপেক্ষা করছে।
যাত্রীদের অভিযোগ বাংলাবাজার (ইলিয়াস আহমেদ চৌধুরী) ফেরিঘাটে যখন ছুটে আসে ফেরি না থাকলেও তাদেরকে দিতে হয় ফেরি ভাড়া ২৫ টাকা করে।যাত্রী পারাপার না হলেও সেই টাকা ঘাটে ইজারাদারের কাছে থেকে যায় যাত্রীরা টাকা ফেরত চাইলে তা তাদেরকে দেওয়া হয় না।