ঢাকা (রাত ১১:০৯) সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঘরের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ২২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার ১২:৪৬, ২ আগস্ট, ২০২২

সময়টা এখন এমনই—কখনও একটানা ঝুম বৃষ্টি, আবার কখনও হুটহাট বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে ঝামেলাও নেহাত কম নয়। বর্ষাকালে পোশাক-আশাক, ঘরবাড়ির দেয়াল ও বিভিন্ন আসবাবের নিতে হয় বিশেষ যত্ন। কারণ দেয়ালের স্যাঁতসেঁতে ভাব থেকে পুরো ঘরটাই যেন গুমোট হয়ে পড়ে।

বর্ষাকালে রোদ লুকিয়ে থাকে মেঘের আড়ালে। পর্যাপ্ত রোদের অভাবে জামাকাপড় শোকানো সম্ভব হয় না। ভিজে জামাকাপড়গুলো ঘরেরই সুবিধামতো একটি কোণে মেলে রাখা ছাড়া কোনো উপায় থাকে না। ভিজে জামাকাপড় ঘরে শোকানোর ফলে ঘরময় কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধে ভরে যায়।

তা ছাড়া, এই সময়ে এমনি বর্ষার ছাঁট আসার কারণে জানলা বন্ধ করে রাখা হয়। বাইরের আলো-বাতাস ঢুকতে পারে না। সব মিলিয়ে ঘরে ঢুকলেই একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। কয়েকটি ঘরোয়া টোটকা প্রয়োগ করেই ঘরের গন্ধ দূর করতে পারেন।

১. ভ্যাপসা গন্ধ দূর করতে ঘরের কোনো একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে।

২. বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেগুলো মাঝেমাঝে জ্বালিয়ে রাখতে পারেন। ঘরের শোভাও বাড়ল, আবার গন্ধও কাটল।

৩. পছন্দের গন্ধের রুম ফ্রেশনার ব্যবহার করুন। গন্ধ অনেক ক্ষণ স্থায়ী হবে এমন বৈশিষ্ট্যযুক্ত ফ্রেশনার কিনুন।

৪. বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও থেমে গেলে জানলা খুলে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

৫. জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা পরিষ্কার করুন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT