ঢাকা (রাত ৪:৫১) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর বিএনসিসি ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার ১২:২৩, ১ মে, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর বিএনসিসি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পৌর শহরের নেক্সাস রেস্টুরেন্টে এই অনুষ্ঠান পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লেফটেন্যান্ট কর্ণেল (অব) অধ্যক্ষ ড. সাহাব উদ্দিন। তিনি বলেন, বিএনসিসি আগে একটি প্রজেক্ট ছিল। এখন বিএনসিসি আমাদের জাতীয় সম্পদ। কারণ প্রতিষ্ঠার পর থেকে একটি আধা সামরিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে বিএনসিসি, দেশের যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের ক্যাডেটদেরকে একজন সাধারণ শিক্ষার্থীর চেয়ে স্মার্ট, নেতৃত্বের গুণসম্পন্ন, সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়। এখান থেকে যারা ভালো করে, তারা সামরিক বাহিনীতে যোগদান করে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে।

বিএনসিসি ক্লাবের সভাপতি আল ইমরার মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরীপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের মোস্তফা জামান শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক সিইউও আলিমেল হাকিম মুন্সী সাকিব, সাবেক সার্জেন্ট বদিউজ্জামান মুক্তা, মোঃ রইছ উদ্দিন, সাবেক কর্পোরাল মোঃ মুরাদ হোসেন, মোঃ শাহ আলম প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT