ঢাকা (বিকাল ৩:৫৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর প্রেসক্লাবে নবাগত ওসি’র মতবিনিময়

গৌরীপুর প্রেসক্লাবে নবাগত ওসি’র মতবিনিময়

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock মঙ্গলবার রাত ১০:২৬, ৬ ডিসেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের সাথে সাংবাদিকদের মত-বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মত-বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম।

প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় গৌরীপুরের আইনশৃঙ্খলার অবস্থা তুলে ধরেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, কমল সরকার, এডভোকেট জসিম উদ্দিন, নব-নির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সহ-সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সদস্য ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান প্রমুখ।

মত-বিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, সাংবাদিকদের সহযোগিতায় মাদক, বাল্য বিয়ে , ইভটিজিং, জুয়াসহ বিভিন্ন অপরাধ নির্মূল করা সম্ভব। এসময় সাংবাদিকদের অবাধ তথ্য প্রদানের আশ্বাস দেন তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT