ঢাকা (রাত ১০:২১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গৌরীপুর পৌরসভায় বিএনপি’র দলীয় মনোনয়ন পেলেন আতা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার বিকেল ০৫:০০, ৩০ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভার নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ মৎস্যজীবী দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আতাউর রহমান আতাকে।

২৯ ডিসেম্বর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিটিতে জানা যায়, আগামী ৩০ জানুয়ারী পৌরসভার নির্বাচনে ৫৯টি পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ মৎস্যজীবী দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মোঃ আতাউর রহমান আতাকে।

বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী আতাউর রহমান আতা জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি এ প্রতিবেদককে বলেন, আমি গত ৫ বছরে পৌরসভার বিভিন্ন জায়গায় মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। এখন দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে দুর্দিনে দলকে জয় উপহার দিতে চাই।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT