ঢাকা (সকাল ১১:৪৬) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার দুপুর ০২:২৯, ১৫ নভেম্বর, ২০২০

কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতাধীন ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১ হাজার ৬শ ৯০ জন ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসনের অধীনে ৯৮০ জন ও ৭১০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়।

প্রতি কৃষককে তাদের চাহিদা অনুযায়ী ১ কেজি করে সরিষা, ভ‚ট্টা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, মুগডাল, মসুরের ডাল, পেঁয়াজ, ধান, খেসারীর ডাল, মরিচ ও টমেটো’র বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে সার প্রদান করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাহাত এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল হাসান এর সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নীলুফার ইয়াসমিন জলি, ডিকেআইবি’র সভাপতি আনিসুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম, সুখরঞ্জন দাস, ফিরোজা বেগম, রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, ফয়েজ উদ্দিন, সুমন সরকার, জয়নাল আবেদীন, মোক্তাদীর, ওবায়দুল্লাহ নূরী, আব্দুল মতিন, রফিকুল ইসলাম সরকার, মোফাজ্জল হোসেন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT