ঢাকা (বিকাল ৪:৫৬) রবিবার, ৫ই মে, ২০২৪ ইং

গৌরীপুরে ৮শ কৃষক পেল বিনামূল্যের বীজ ও সার

গৌরীপুরে ৮শ কৃষক পেল বিনামূল্যের বীজ ও সার



ময়মনসিংহের গৌরীপুরে ৮শ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৮শ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

গৌরীপুরে ৮শ কৃষক পেল বিনামূল্যের বীজ ও সার

এ বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার ফৌজীয়া নাজনীনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT