ঢাকা (সকাল ১১:১০) বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ১২ দিনেও জব্দকৃত গাছের মালিকের সন্ধান মিলেনি

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার বিকেল ০৪:৩০, ২৪ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রাম থেকে ১১ দিন পূর্বে ২ হ্যান্ডট্রলি ভর্তি রেইন্ট্রি গাছ জব্দ করলেও অদ্যাবধি মালিকের সন্ধান পায়নি থানা পুলিশ। আটকের পর থেকে লক্ষাধিক টাকার গাছ হ্যান্ডট্রলিসহ থানা কম্পাউন্ডে পড়ে আছে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, জব্দকৃত গাছের প্রকৃত মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। কেউ মালিকানা দাবী না করায় ও কোন অভিযোগ না পাওয়ায় মামলা দায়ের করা যাচ্ছে না। মাদরাসার সীমানায় যিনি জায়গা ও গাছের মালিকানা দাবী করছেন, তার মালিকানার বিষয়টি স্পষ্ট নয়। এ ব্যাপারে আদালতের শরনাপন্ন হয়ে সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার সীমানার ভিতর থেকে গাছগুলি কেটে নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করে গৌরীপুর থানার পুলিশ। আটকের পর মাদরাসা কর্তৃপক্ষ দায় এড়ানোর জন্য প্রথম থেকেই মালিকানা অস্বীকার করে আসলেও গাছ ক্রেতা নাজিম উদ্দিন দাবী করে বলেন, তিনি মাদরাসার সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ এর উপস্থিতিতে প্রিন্সিপাল সায়িদুুল ইসলামের হাতে গাছ ক্রয়ের ৫০ হাজার টাকা দিয়েছেন। অভিযোগের ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি মাদরাসার সভাপতি ও প্রিন্সিপাল। এ ব্যাপারে গৌরীপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম বলেন, গাছ আটকের পর ঘটনার তদন্তে গেলে মাদরাসার জায়গার দাতা পরিবারের সদস্য ফারুক নামে এক ব্যাক্তি গাছের জায়গার মালিকানা দাবী করে বলেন, তিনি মাদরাসা কর্তৃপক্ষের অনুরোধক্রমে গাছগুলো বিক্রি করেছেন।

বিক্রির বিষয়টি স্বীকার করে ফারুক বলেন, গাছগুলো সরাসরি আমি বিক্রি করিনি, মাদরাসার প্রিন্সিপালের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে তিনি আমাকে দিয়েছেন। এরপূর্বে গাছগুলো কাটার জন্য মাদরাসা কর্তৃপক্ষ আমাকে চিঠির মাধ্যমে অনুরোধ করেছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, যেহেতু গাছগুলোর জায়গার মালিকানা নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে, সার্ভেয়ারের মাধ্যমে মেপে সীমানা নির্ধারণের জন্য তাদের বলা হয়েছে। যথাযথ প্রক্রিয়া না মেনে গাছ বিক্রি হয়ে থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার বিষয়টি নিয়ে গত ১৬ মার্চ বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT