ঢাকা (রাত ২:৪৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগের সহনাটি ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১১:৩১, ১ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর সহনাটি ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাছার উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

গৌরীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হক রাকিবের সঞ্চালনায়; সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব।

কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন-সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহনাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য গোলাম সামদানী খান সুমন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, সহনাটি ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডালেছ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ উজ্জামান গোলাপ, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাজী শুভ্র প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT