ঢাকা (রাত ১১:৫৭) মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৫, ২৪ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকিরের ওপর সন্ত্রাসী হামলার আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর শহরের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।

এর আগে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলায় দায়েরকৃত মামলার আসামিসহ গৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনজনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদেরও গ্রেফতারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, সদস্য হৃদয় পাশা মহসীন, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, জুবায়ের হোসেন আকাশ, আতিকুর রহমান সোহাগ, আনোয়ার হোসেন, শরীফ প্রমুখ।

 

বক্তরা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম ফকির গুরুতর আহত হয়েছে। হামলায় তার একটি চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনায় গত ৯ অক্টোবর গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারেনি। তাই আমরা স্বেচ্ছসেবক দল নেতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনজনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছি।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

 

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, আবুল কালাম ফকিরের ওপর হামলায় দায়েরকৃত মামলা পুলিশ তদন্ত করছে। আসামিরা জামিনে রয়েছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT