গৌরীপুরে সার ও ডিজেলের বৃদ্ধিকৃত দাম প্রত্যাহারের দাবীতে কৃষক সমিতির মানববন্ধন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার রাত ০১:৪৯, ৭ আগস্ট, ২০২২
সার ও ডিজেলের মূল্যবৃদ্ধি এবং সার অব্যবস্থাপনার বিরুদ্ধে, ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৬ আগষ্ট) বিকালে পৌর শহরের কালিখলাস্থ কৃষ্ণচূড়া চত্বরে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে উপজেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান সভাপতিত্ব করেন।
উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন–উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক গোলাম মোহাম্মদ, বোকাইনগর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক খলিল উদ্দিন খান পাঠান, উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়, সাধারণ সম্পাদক আলী হোসেন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অর্পিতা কবীর এ্যানি প্রমুখ।
মানববন্ধনে দ্রুত বৃদ্ধিকৃত সার ও ডিজেলের দাম প্রত্যাহারের দাবী জানিয়েছেন বক্তারা।