ঢাকা (সন্ধ্যা ৬:৪০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সম্প্রীতির মেলবন্ধনে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ০৩:৫৭, ১১ সেপ্টেম্বর, ২০২২

সাম্প্রদায়িক সম্প্রীতি মেলবন্ধন অটুট রাখতে ময়মনসিংহের গৌরীপুর সম্প্রীতির র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতির র‌্যালির মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় সকল ধর্মের মানুষের হাতে ছিল সম্প্রীতির নানা শ্লোগান সংবলিত প্লেকার্ড।

বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল-মুক্তাদির শাহীনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাফফুজুর রহমান রাসেলের সঞ্চালনায় র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, থানা পুলিশের বিট কর্মকর্তা নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খান মুফতি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু শ্যামল কর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

এ সময় বোকাইনগর ইউপি সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিষ্টান মিশনের পাদ্রী, ধর্মযাজক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ ও সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

সমাবেশ শেষে বিভিন্ন ধর্মীয় নেতাদের মাঝে উপহার বিনিময় করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT