ঢাকা (ভোর ৫:০৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে মোটর বাইক চুরির হিড়িক!

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ১০:৩৮, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বিভিন্ন এলাকায় গত ৩দিনে ৩টি মোটর বাইক চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে থানা সংলগ্ন কালিপুর এলাকায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলালের বাসা থেকে মোটর বাইক চুরির ঘটনা ঘটে। এর আগে ছয়গন্ডা এলাকা থেকে স্থানীয় মুজিবুর রহমান ও পূর্ব দাপুনিয়া এলাকার মিথুন নামে এক যুবকের মোটর বাইক চুরি হয়েছে। পর পর ৩টি মটর সাইকেল চুরির ঘটনায় বর্তমানে পৌর শহরে মোটর বাইকারদের মাঝে এক ধরণের আতংক বিরাজ করছে।

দেলোয়ার হোসেন দুলাল জানান, ‘থানা সংলগ্ন আমার বাসা। প্রতিদিনের মত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি কালো রংয়ের নতুন মোটর বাইকটি বাসার সিঁড়ির পাশে লক করে রেখে দিই। পরদিন সকালে ঘুম থেকে ওঠে দেখি মোটর বাইকটি চুরি হয়ে গেছে।’ এ মটর সাইকেল চুরির ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

তিনি বলেন, এর আগে পাশ্ববর্তী ছয়গন্ডা ও পূর্ব দাপুনিয়া এলাকায় দুটি মোটর বাইক চুরির ঘটনা ঘটেছে। পর পর ৩টি মোটর বাইক চুরির ঘটনায় বর্তমানে স্থানীয় মোটর বাইক অরোহীদের মাঝে চোর আতংক বিরাজ করছে।

এ বিষয়ে মন্তব্য জানতে গৌরীপুর থানার ওসি’র মোবাইল নাম্বারে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।

গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম জানান, ৩টি মোটর বাইক চুরির ঘটনায় থানায় পৃথক পৃথক সাধারণ ডায়রী হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT