ঢাকা (রাত ১২:৩৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

গৌরীপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার সকাল ১০:৫৩, ১২ জুলাই, ২০২৩

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাবলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে এ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে এসব মোবাইল ট্যাবলেট বিতরণ করেন।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ৯৯টি, ১৪টি মাদ্রাসায় ১২৬টি ও ৪টি কারিগরি বিদ্যালয়ে ২০টিসহ মোট ২৪৫টি মোবাইল ট্যাবলেট বিতরণ করা হয়।

গৌরীপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার ফৌজীয়া নাজনীন এর সভাপতিত্বে ও সিধলা কবুলেনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাতুল ইসলামের সঞ্চালনায় মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখছেদুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সরকার, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইসলামাবাদ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুকন উদ্দিন ও উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT