গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ বুধবার রাত ১০:২৭, ১৭ মার্চ, ২০২১
ময়মনসিংহের গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেককাটা, আলোচনা সভা ও দোয়া-মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান মারুফ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরার সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় বিকেল ৪ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র।
এতে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, ফজলুল হক খান, মোঃ রহিমুদ্দিন, নুরুল আমিন, নুরুল হক, প্রদীপ বিশ্বাস, আবুল হাশিম, আব্দুর রাশিদ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, প্রভাষক এমদাদুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, সাংবাদিক আলী হায়দার রবিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, আমিনুল ইসলাম মাসুম, পৌর শাখার সহ সভাপতি আলী উসমান তুহিন, সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলী, সংগঠনের বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, ২নং গৌরীপুর ইউনিয়নের সভাপতি হান্নান মিয়া, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি ছিদ্দুকুর রহমান, সদস্য জিয়া উদ্দিন, সুপক রঞ্জন উকিল, ইসমত আরা রানু, রিংকু চন্দ্র, চায়না রানী, প্রতিমা রানী, শিখা রানী দাস, অন্তর, রুবেল মিয়া প্রমুখ।