ঢাকা (সকাল ১১:৫৩) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে মাদক সংরক্ষণের দায়ে দু’জনকে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:০৯, ১০ নভেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১১ নভেম্বর) ২ মাদকসেবী ও সংরক্ষককে ভ্রাম্যমান আদালতে জেলা-জরিমানা করা হয়।

আদালত গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারায় উপজেলার তাঁতকুড়া গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ হান্নান মিয়া (২৬)কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও গৌরীপুর শহরের নতুন বাজার এলাকার মৃত মনীন্দ্র চন্দ্র বিশ্বশর্মার ছেলে গৌরাঙ্গ বিশ্বশর্মা (৫৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে এবং উভয়কে ১ হাজার টাকা করে অর্থদন্ড করেছে, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ রাহাত। এসময় সহায়তায় ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ময়মনসিংহ ‘খ’ সার্কেল ও অন্যান্যরা।

এর আগে মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁতকুড়া ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুজনকে গ্রেফতার করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT