ঢাকা (রাত ২:৫৮) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে সাজা ও জরিমানা প্রদান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ১১:৫৮, ২৭ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে তিন মাদকসেবীকে সাজা ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

ভ্রাম্যমান আদালতে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে উপজেলার নন্দীগ্রামের মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ জুমন মিয়া (৩১)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা; চূড়ালী গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৪)-কে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অষ্টঘর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে মোঃ মনসুর আলী (৫০)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৬শ গ্রাম গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর ও তার সঙ্গীয় টীম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT