ঢাকা (রাত ১:৫১) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ব্যরিস্টার সুমন একাডেমীর প্রীতি ফুটবল ম্যাচ

ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি Clock শুক্রবার রাত ১০:০৮, ২১ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থা।
খেলায় অংশগ্রহণ করেন গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ। এ খেলাটি উপভোগ করেন উপজেলার বিভিন্ন প্রান্থ থেকে হাজার হাজার দর্শক।
৯০ মিনিটের এ খেলায় দুই দলের লড়াইয়ে গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের খেলাটি শেষ হয় ১-১ গোলে।
খেলা পরিচালনা করেন রেফারী পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, সহকারী রেফারি হিসেবে ছিলেন মঞ্জুর আহমেদ বাহার, ফখরুল ইসলাম ও চতুর্থ রেফারি হিসেবে ছিলেন নজরুল ইসলাম।
খেলায় ধারাভাষ্যকর হিসেবে ছিলেন শাহজাহান মৃধা, এমএন নূরুল আমিন, আল-আজাদ ও সাজ্জাতুল ইসলাম।
খেলা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যারিস্টার সুমন একাডেমীর প্রধান ও ফুটবল একাদশের অধিনায়ক ব্যরিস্টার সায়্যেদুল হক সুমন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম,  গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি প্রমুখ।
খেলাশেষে ব্যারিস্টার সুমন তাঁর বক্তব্যে বলেন, গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার খেলা ভালো হয়েছে। এভাবে এ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এরকম খেলাধূলা হলে যুব সমাজ মাদদের কবল থেকে রক্ষা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সামদানী খান সুমন, আব্দুল্লাহ আল আমিন জনি, আল মোক্তাদির শাহীন, সালাহ উদ্দিন রুবেল।
পরে দু’দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT