গৌরীপুরে বাড়িঘর ও দোকানপাটে হামলা, ১জন নিহত, আহত-৪
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি রবিবার রাত ০৯:০১, ২৩ অক্টোবর, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত ও গুরুতর আহত হয়েছে ৪জন। এ সময় বাড়িঘরে হামলা, দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। রবিবার (২৩অক্টোবর) সন্ধ্যা ৭ টায় উপজেলার দৌলতপুর গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটেছে। নিহত নয়ন মিয়া (৬০) দৌলতপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মৃত ইয়াকুব আলীর ছেলে সবুজ মিয়া (৫৫), চাঁন মিয়া (৬২), আহত সবুজ মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (৩৬) ও নিহতের ছেলে এমদাদুল হক (১৮)।
নিহতের ছেলে রুহুল আমিন (২৮) বলেন, কয়েকদিন পূর্বে লুডু খেলা নিয়ে তাঁর ছোটভাই এর সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরেই একই গ্রামের হাফিজ উদ্দিন আকন্দের ছেলে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াসিম উদ্দিন আকন্দের নেতৃত্বে তার ভাই সুমন (২৬), নিজাম উদ্দিন আকন্দ (৪৫), হাবিল আকন্দ (৩২), লিমন আকন্দ (১৯), কাজলের ছেলে অন্তর (২৭), তাহির উদ্দিন আকন্দের ছেলে সাদ্দাম আকন্দ (৪০), বিল্লাল (১৯), রিয়াজ উদ্দিনের ছেলে সোহাগ (২৬) সহ ১৫/১৬ জন সন্ধ্যার সময় রামদা, লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রাদি নিয়ে অতর্কিত হামলা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামীম আল নোমান জানান, হাসপাতালে আনার পূর্বেই নয়ন মিয়া মারা যান। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।