ঢাকা (রাত ১১:০৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে তিন কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock বুধবার রাত ১০:০৬, ২৬ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে তিন কর্মকর্তার বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গৌরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তাদের এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

তাঁরা হলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন পদোন্নতি পেয়ে ফুলবাড়িয়া উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে বদলী হয়েছেন ও কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল ওয়াহেদ খান ঈশ্বরগঞ্জ উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরুন্নাহার বেলী কিশোরগঞ্জ সদর উপজেলায় বদলি হয়েছেন।

 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, আব্দুল ওয়াহেদ খান, উপসহকারী কৃষি কর্মকর্তা নূরুন্নাহার বেলি, মোঃ আনিছুর রহমান, গোলাম রব্বানী, নাহিদা আক্তার, অফিস সহকারী সলিম উল্লাহ, এনামুল হক প্রমুখ।

 

আলোচনা শেষে তাদের ক্রেস্ট প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT