ঢাকা (রাত ১১:৩৮) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে তাঁতী লীগের কমিটিতে সভাপতি সুজন, সম্পাদক শাহাজাদা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার সন্ধ্যা ০৭:২৫, ১১ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা তাঁতীলীগের তিন বছর মেয়াদী ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা তাঁতীলীগের সভাপতি তাজুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আমানুল ইসলাম জলিল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। সভাপতি হলেন দেওয়ান মাসুদুর রহমান খান সুজন ও সাধারণ সম্পাদক হলেন মোঃ শাহাজাদা হোসেন।

নতুন কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি- বিপ্লব কুমার মন্ডল, নিতাই কুমার চন্দ্র, জাহাঙ্গীর আলম বাবুল, মোঃ মজিবুর রহমান, মোঃ শহীদুল ইসলাম, বাবুল সাহা, রবিকুল ইসলাম দুদু, মোঃ কাজী সোহেল ও মোঃ আশিকুর রহমান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ এরশাদ হোসেন বাদশা, মোঃ রুবেল মিয়া ও মোঃ মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- বাবুল মিয়া, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন সহ ৬১ জন সদস্য।

এদিকে উপজেলা তাঁতীলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুস, শওকত জাহান মুকুল ও সাংগঠনিক সম্পাদক কৃষিবিদি ড. সামীউল আলম লিটন।।

নতুন কমিটির সভাপতি দেওয়ান মাসুদুর রহমান খান সুজন নতুন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালীর করার পাশাপাশি উপজেলায় তাঁতীলীগকে সুসংগঠিত করতে নতুন কমিটি মাঠে কাজ করে যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT